শেরপুরের ঝিনাইগাতীতে সরিষা চাষে উজ্জল সম্ভাবনা


শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলায় সরিষা চাষের উজ্জল সম্ভাবনা রয়েছে। এ উপজেলার মাটি ও আবহাওয়া সরিষা চাষের জন্য অত্যান্ত উপযোগী।
কিন্তু যথাযথ উদ্যোগের অভাবে সরিষা চাষে আগ্রহী হচ্ছেন না কৃষক। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্ত কর্তৃক প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদের সরিষা চাষে উদ্ভোদ্ধ করা হলে এ উপজেলার কৃষকদের সরিষা চাষ করে স্বাবলম্বী হওয়ার সম্ভাবনাও অনেক বেশী । কম খরচ ও স্বল্প সময়ে সরিষা চাষ বাড়তি একটি ফসল কৃষকদের ঘরে আসে।
এতে জমির উর্বরতাও বৃদ্ধি পায়। সরিষা চাষ একটি লাভজনক ফসল। উপজেলার বালিয়াগাঁও গ্রামের কৃষক মোঃ সাদ্দাম হোসেন ও জহুরল ইসলাম জানান, প্রতি একর জমিতে ১৫মণ সরিষা উৎপাদন হয়। প্রতিমণ সরিষার বাজার মূল্য প্রায় ১৮শ’ টাকা থেকে ২হাজার টাকা।
তারা আরও বলেন, সরিষা আবাদ শেষে ওই জমিতে অনায়াসে বোরো চাষও করা যায়। উপজেলা কৃষি সম্প্রষারণ অধিদপ্তরের কর্মকর্তা কৃষিবিদ আব্দুল আউয়াল বলেন, “সরিষা চাষের বিষয়ে কৃষকদের উদ্বোদ্ধ করা হচ্ছে। চলতি মৌসুমে এ উপজেলায় ১শ’ ৫০ হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে। ফলনও হয়েছে ভাল”।
এ উপজেলায় আবাদি জমির পরিমাণ ১৮ হাজার হেক্টর। আমন চাষের পর বোরো আবাদের জন্য এ জমিগুলো পতিত পরে থাকে। কৃষিবিদদের মতে, ওইসব পতিত জমিতে সরিষা চাষের বিষয়ে কৃষকদের উদ্ভোদ্ধ করা হলে তা সরিষা চাষের আওতায় আসবে। এতে কৃষকদের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি দেশের তেলের ঘাটতি পূরণে সহায়ক হবে।