বগুড়ার শাজাহানপুরে খানাখন্দে ভরা রাস্তা

বগুড়া সংবাদদাতা
প্রকাশিত: ০৫:১৮ পিএম, সোমবার, ২৩ এপ্রিল ২০১৮ | ৪৩১

বগুড়ার শাজাহানপুরের শাবরুল বন্দরের কারিগড়পাড়া-আস্তান শরীফ মাজার পর্যন্ত যাতায়াতের অন্যতম রাস্তায় যানবাহন চলাচল দুরূহ হয়ে পেড়েছে। এ বর্ষা মৌসুমে এই পথে চলতে সাধারণের যারপর নেই ভোগান্তি পোহাতে হচ্ছে।

গেল শুকনো মৌসুমে যখন খানাখন্দকে ভরা এবড়ো-থেবেড়ো পথ ছিল তখন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেও এলাকার লোক কোন সুফল পায়নি। বর্তমানে হেঁটে চলাও যাচ্ছে না। রাস্তা দেখে মনেই হবে না এটি মানুষ চলাচলের কোন রাস্তা।

এ পথে রিক্সা, মোটরবাইক, অটোরিক্সা, ব্যাটারিচালিত এমনকি ইজিবাইকে চলাচল করলে গোটা শরীর ব্যথা হয়ে যায়। গন্তব্যে নামার পর বোঝা যায় কি ধকল গেল শরীরের ওপর। উল্লিখিত যানবাহন ও এ্যাম্বুলেন্সে করে কোন রোগী বহন করলে রোগীর অবস্থা যারপর নেই কাহিল হয়ে পড়ে। জরুরী রোগী হলে চিকিৎসা দেয়ার আগেই শঙ্কিত থাকতে হয়। বর্ষার এ মৌসুমে যানবাহন চলাচল ঝুঁকির মুখে পড়েছে।

এ রাস্তার দ্রুত প্রতিকারের দাবিতে এলাকার তরুণরা শাবরুল বাজারে মানববন্ধনও করেছে। স্থানীয়রা বলেন, দূরদূরান্তের স্কুল ও কলেজ শিক্ষার্থীরা এ পথেই চলাচল করে। রাস্তা মেরামত বা সংস্কার না হওয়ায় দুর্ভোগের মাত্রা বেড়েই যাচ্ছে।

এ বিষয়ে ১নং আশেকপুর ইউপি চেয়ারম‌্যান ফিরোজ আলম বলেন, রাস্তাটি সংস্করণের তালিকায় দেওয়া হয়েছে। খুব শীঘ্রই কাজ শুরু হবে।