মধুপুর-ধনবাড়ীতে ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন

মধুপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৪২ পিএম, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০১৮ | ৪১৭

‘উন্নয়নের গণতন্ত্র শেখ হাসিনার মূলমন্ত্র’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় টাঙ্গাইলের মধুপুরে ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলা-২০১৮ শুরু হয়েছে।

১১ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে এ মেলা শুরু হয়। ‘‘ উন্নয়নের রোল মডেল শেখ হাসিনার বাংলাদেশ’’এই মূল মন্ত্রকে ধারণ করে ২০২১ সালের মধ্যো ‘‘ক্ষুধা ও দারিদ্র মুক্ত বাংলাদেশ’’ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষে-সরকারের উন্নয়ন কার্যক্রম জনসাধারণের সামনে এ মেলায় উপস্থাপন করা হবে।

এ মেলায় উপজেলার সরকারী ও বেসরকারী সংস্থার পক্ষ থেকে মেলায় আগত লোকদের সামনে তাদের নিজ নিজ কার্যক্রম তুলে ধরা হবে। মেলা চলবে ১৩ জানুয়ারী পর্যন্ত। উক্ত মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ্বাস ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ছরোয়ার আলম খান।

এ সময় উপজেলার সরকারী ও বেসরকারী সংস্থার বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন। অপরদিকে ১১ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টায় ধনবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে এ মেলা শুরু হয়েছে। ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা ও উপজেলা চেয়ারম্যান আলহাজ মীর ফারুক আহমাদ।

এসময় উপজেলার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী সহ সাংবাদিক, শিক্ষক ও এলাকার বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।