বাসায় ফিরেছেন মির্জা ফখরুল


বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তাঁর উত্তরার বাসায় নেওয়া হয়েছে। আজ বুধবার সকাল ১০টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল থেকে তাঁকে বাসায় নেওয়া হয়। মির্জা ফখরুলের পারিবারিক সূত্র এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।
এর আগে সোমবার (২ এপ্রিল) সকাল ১০টার দিকে অসুস্থবোধ করলে মির্জা ফখরুলকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার (৩ এপ্রিল) সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তার এনজিওগ্রাম করা হয়। তবে তার কোনও ব্লক ধরা পড়েনি।
মির্জা ফখরুল ইউনাইটেড হাসপাতালে থাকা অবস্থায় বিশিষ্ট আইনজীবী ও রাজনীতিক ড. কামাল হোসেন,বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ডাকসু ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ,কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, ২০–দলীয় জোট শরিক বিজেপির আন্দালিব রহমান পার্থসহ অনেকেই তাঁকে দেখতে গিয়েছিলেন।
২০১৫ সালে কারাভোগের সময় বেশ কয়েকবার অসুস্থ হন মির্জা ফখরুল। পরে তাঁকে চিকিৎসার জন্য দেশের বাইরেও নেওয়া হয়।