স্বাস্থ্যবিধি না মানায় কালিয়াকৈরে জরিমানা

কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা
প্রকাশিত: ০১:০৭ পিএম, সোমবার, ১২ এপ্রিল ২০২১ | ৩৩৫

স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিজে সুস্থ থাকুন,পরিবারকে সুস্থ রাখুন। জনসচেতনতার জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান ও স্বাস্থ্যবিধি না মানায় বিভিন্ন হোটেলসহ উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী হাফিজুল অামিন।

জানা গেছে, আজ সোমবার (১২ এপ্রিল) বিভিন্ন হোটেল, কালিয়াকৈর উপজেলা পরিষদ চত্বর, রেজিস্ট্রি অফিস ও বাজারসহ উপজেলার বিভিন্ন অঞ্চলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট লকডাউন তদারকির জন্য বের হন। এই সময় স্বাস্থ্যবিধি না মানায় এবং  মাস্ক না পরার কারনে  ১১ জনকে ৩৪০০ টাকা অর্থদণ্ড করেন।

করোনাভাইরাস (কভিড-১৯) ঠেকাতে গাজীপুরের কালিয়াকৈরে স্বাস্থ্য বিধি না মেনে মাক্স না পড়ায় ও আইন অমান্যকারীদের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী হাফিজুল আমিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।

এসময় অারো  উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাসুদুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার,আনসার বাহিনীর সদস্যসহ  সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী হাফিজুল অামিন বলেন, করোনা মোকাবিলায় আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। এ সময় তিনি সকল আইন এবং উপজেলার সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।