হ্যাবিট টাঙ্গাইল শাখায় নিয়োগ বিজ্ঞপ্তি


বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত এবং হাজী আবুল হোসেন ট্রাস্ট কর্তৃক পরিচালিত বাংলাদেশের সর্ববৃহৎ বেসরকারী পলিটেকনিক ইনস্টিটিউট HABHIT এর টাঙ্গাইল শাখায় কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে।
ক্রঃ নং | পদের নাম | বেতন | শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্তাবলী |
০১ | এমএলএসএস (পুরুষ) | আলোচনা সাপেক্ষে |
*কমপক্ষে ৮ম শ্রেণী পাস। *প্রার্থীকে সুঠাম দেহের অধিকারী, চটপটে ও পরিশ্রমী হতে হবে। |
০২ | নিরাপত্তা প্রহরী (পুরুষ) (নৈশ ও দিবা) | আলোচনা সাপেক্ষে |
*কমপক্ষে ৮ম শ্রেণী পাস। |
০৩ | ড্রাইভার (পুরুষ) | আলোচনা সাপেক্ষে |
*কমপক্ষে ৮ম শ্রেণী পাস। |
আগ্রহী প্রার্থীগণকে মোবাইল নম্বরসহ জীবন বৃত্তান্ত, ২(দুই) কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি/চেয়ারম্যান সার্টিফিকেট ও ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি (ড্রাইভারদের ক্ষেত্রে) সহ কো-চেয়ারম্যান, হাজী আবুল হোসেন ট্রাস্ট, হোসেন কমপ্লেক্স, মসজিদ রোড, টাংগাইল বরাবর আগামী ২৫-০১-১৮ইং তারিখের মধ্যে আবেদনপত্র প্রেরণ করার অনুরোধ করা হলো।
সাক্ষাতকার গ্রহণের তারিখ পরবর্তীতে মোবাইল ফোনের মাধ্যমে জানানো হবে।
কো-চেয়ারম্যান, হাজী আবুল হোসেন ট্রাস্ট।