মধুপুর ও ধনবাড়ীতে বাংলা বর্ষ বরণ

হাফিজুর রহমান.মধুপুর(টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৫১ এএম, রোববার, ১৪ এপ্রিল ২০১৯ | ৫৬১

সারা দেশের মতো টাঙ্গাইলের মধুপুর ও ধনবাড়ীতে আজ বর্ণাঢ্য আযোজনের মধ্যদিয়ে বাংলা নতুন বছর বরণ করে নেয়া হয়েছে।

দিনব্যাপী কর্মসুচীর মধ্যে ছিল প্রভাতী অনুষ্ঠান, মঙ্গল শোভাযাত্রা, বৈশাখী মেলার উদ্বোধন, পান্তা উৎসব, গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, অসহায় মানুষের মাঝে বাঙ্গালী খাবার পরিবেশনসহ আরো নানা আয়োজন।

এসময় উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আরিফা, সহকারী কমিশনার ভূমি সাইদা খানম, উপজেলা চেয়ারম্যান মীর ফারুক আহমাদ, নবনির্বাচিত চেয়ারম্যান হারুনার রশিদ হীরা, ধনবাড়ী পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, মহিলা ভাইস চেয়ারম্যান খন্দকার জেব-উন নাহার লিনা বকল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বদিউল আলম মঞ্জু, তোফাজ্জল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন কালু ,ওসি মজিবর রহমান, সুলতান আহমেদ সহ সকল শ্রেনী-পেশার মানুষ এসব কর্মসুচীতে অংশ নেন।