টাঙ্গাইলে র‌্যাবের হাতে অস্ত্রসহ এক যুুবক গ্রেফতার

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০৫:৫৯ পিএম, বুধবার, ১০ জানুয়ারী ২০১৮ | ৪৯৬

টাঙ্গাইলে ১টি রিভলবার ও ১টি ওয়ান শ্যুটারগানসহ সজিব আহম্মেদ (২৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে টাঙ্গাইল র‌্যাব-১২।

মঙ্গলবার (৯ জানুয়ারি) গভীর রাতে টাঙ্গাইল সদর উপজেলা বেড়াডোমা এলাকা থেকে সজিব আহম্মেদকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সজিব আহম্মেদ সদর উপজেলা বেড়াডোমা এলাকার মৃত আয়নাল হকের ছেলে।

বুধবার (১০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে টাঙ্গাইল র‌্যাব-১২, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার রবিউল ইসলাম প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এ প্রসঙ্গে টাঙ্গাইল র‌্যাব-১২, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার রবিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল র‌্যাব-১২ এর একটি দল গতকাল মঙ্গলবার গভীর রাতে বেড়াডোমা এলাকায় মৃত আয়নাল হকের বাড়ির দক্ষিণ পাশের বাগানে অভিযান চালিয়ে সজিবকে আটক করে। পরে, আটককৃত সজিবের কাছ থেকে ১টি রিভলবার ও ১টি ওয়ান শ্যুটারগান উদ্ধার করা হয়।

র‌্যাব আরো জানান, সজিব দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে টাঙ্গাইল জেলার শহর এলাকাসহ আশপাশ এলাকায় ডাকাতি, খুন, চাদা-বাজিসহ বিভিন্ন প্রকার অপরাধমূলক কর্মকান্ড- করে আসছিল।

এলাকায় অবৈধভাবে আধিপত্য বিস্তার, সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনার মাধ্যমে চাঁদাবাজি, ছিনতাই ও লোকজনকে ভয়ভীতি, হুমকিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে- আগ্নেয়াস্ত্র ব্যবহার করে থাকে সজিব।

এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে র‌্যাবের কোম্পানি কমান্ডার জানান।