সিরাজগঞ্জে ভারত থেকে পালিয়ে আসা রোহিঙ্গা পরিবার আটক

র্স্টাফ রিপোটার
প্রকাশিত: ১২:৪৫ পিএম, বুধবার, ২৪ মার্চ ২০২১ | ৪৪৯

ভারত থেকে অবৈধভাবে পালিয়ে আসা তিন শিশুসহ একটি রোহিঙ্গা পরিবারকে আটক করেছে র‌্যাব-১২ সদস্যরা। গতকাল মঙ্গলবার (২৩ মার্চ) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার ঘুরকা বেলতলা বাজারস্থ নিউ জনতা হোটেলের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মিয়ানমারের সিত্তে (আকিয়াব) জেলার, বুসিডং থানার ইয়াংছাং (সিন্ধিপান পাড়া) গ্রামের সিকান্দারের ছেলে মো. বেলাল হোসেন (৪৮), বেলাল হোসেনের স্ত্রী মোছা. ইয়াসমিন (২৬) এবং একই জেলা ও থানার রাইমাসিল গ্রামের আলমগীরের ছেলে মো. রিয়াজ (১৮)। এছাড়াও তাদের সাথে বেলালের সাড়ে ৩ বছর বয়সী একটি কন্যা সন্তান এবং ২১ মাস বয়সী একটি পুত্র সন্তান রয়েছে। 

১৯২০ সালের পাসপোর্ট আইনের ৩ (৩) ধারায় মামলা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ তাহাদের সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।