মির্জাপুরে নদী থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

স্টার্ফ রিপোটার
প্রকাশিত: ১২:২৩ পিএম, রোববার, ২১ মার্চ ২০২১ | ৪৩০
টাঙ্গাইলের মির্জাপুরে বংশাই নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২১ মার্চ) বেলা ১১টার দিকে মির্জাপুর সদরের একাব্বর হোসেন এমপি সেতুর পশ্চিম পাশ থেকে ভাসমাণ অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
 
স্থানীয়রা জানান, সকালে বংশাই নদীতে একাব্বর হোসেন এমপি সেতুর পশ্চিম পাশে ভাসমাণ অবস্থায় অজ্ঞাত এক পুরুষের অর্ধগলিত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
 
মির্জাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গিয়াস উদ্দিন জানান, ‘নদী থেকে ভাসমাণ অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। লাশটির বিভিন্ন অংশে খসে পড়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।'