মির্জাপুরে মাদকসেবীর তিন মাসের জেল


টাঙ্গাইলের মির্জাপুরে মাদক সেবনের দায়ে শাকিল শিকদার (২৫) নামের এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার দুপুরে উপজেলার দুল্যাবেগম গ্রামে অভিযানকালে এই কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন।
শাকিল মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের দুল্যাবেগম গ্রামের মৃত সাগর মিয়ার ছেলে।
ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন বলেন মাদকের বিরুদ্ধে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।