মরদেহ অ্যাম্বুলেন্সে রেখেই পালিয়ে গেল কয়েকজন যুবক

কালিয়াকৈর (গাজীপুর)সংবাদদাতা
প্রকাশিত: ০২:৩০ পিএম, মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১ | ৪৫৬

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় এক কিশোরের মরদেহ অ্যাম্বুলেন্সে রেখে পালিয়ে গেছে কয়েকজন যুবক।

সোমবার (১৫ মার্চ) রাতে পুলিশ খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৫ মার্চ) সন্ধ্যার পর একটি অ্যাম্বুলেন্সে করে ওই কিশোরকে নিয়ে আসে তিন থেকে চার জন যুবক ডা. ফরিদা ইব্রাহিম মেমোরিয়াল হাসপাতালে। পরে অ্যাম্বুলেন্সের ভেতর থেকে কিশোরের মরদেহটি বের করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই কিশোরকে মৃত বলে ঘোষণা করে। পরে কৌশলে ওই অ্যাম্বুলেন্সের যুবকরা হাসপাতাল থেকে পালিয়ে যায়। ওই কিশোরের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।

কালিয়াকৈর থানা পুলিশের (এসআই) কামরুজ্জামান জানান, মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন মেডিকেলে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সড়ক দুর্ঘটনায় ওই কিশোর নিহত হয়েছে।