টাঙ্গাইলে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে মানবন্ধন


‘লৌহজং বাঁচলে টাঙ্গাইল বাঁচবে’ এই শ্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে মানবন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার (১৫ মার্চ) বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) টাঙ্গাইল শাখার আয়োজন এ মানবন্ধন কর্মসূচির আয়োজন করে।
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের সাবেক ডিন অধ্যাপক ড. এ এস এম সাইফুল্লাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজের ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান সৈয়দ আবদুর রহমান, বেলা টাঙ্গাইলের ব্যবস্থাপক মীর জালাল আহমেদ, বাপা টাঙ্গাইল শাখার সদস্য আজহারুল ইসলাম খান, এরফানুজ্জামান রুনু, আওয়াল মাহমুদ, সবুজ পৃথিবীর সাধারন সম্পাদক সহিদ মাহমুদ।
মানববন্ধনে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। মানববন্ধন শেষে অংশগ্রহনকারী সবাই মিলে লৌহজং নদী পরিদর্শন করে এবং এই নদী দখল ও দূষণ মুক্ত করার দাবি জানান।