টাঙ্গাইলে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান


টাঙ্গাইল শহরের কোর্ট চত্তর এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। সোমবার (১৫মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুল ইসলাম।
এ সময় লেকের পাশে অবৈধভাবে গড়ে উঠা প্রায় ৩০ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুল ইসলাম বলেন টাঙ্গাইল শহরসহ সদর উপজেলার বিভিন্ন খাস জমিসহ সরকারি জমি উদ্দার পরিচালনা করা শুরু হয়েছে। এরই অংশ হিসেবে জেলা ম্যাজিস্ট্রেট স্যারে নির্দেশে ডিসি লেকের পাশে যে সকল অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছিল তা উচ্ছেদ অভিযান পরিচালনা করছি।
তিনি আরোও বলেন এখানে রয়েছে জজ কোর্ট,ডিসি অফিস,সার্কিট হাউজ,হ্যালি প্যাড এবং পাশেই রয়েছে লেক যা সৌন্দর্য ব্যহ্ত হচ্ছে এবং ফুটপাত দখল করার জন্য প্রতিনিয়ত এ রোডে যানজটের সৃষ্টি হত এর জন্য অভিযান পরিচালনা করা হচ্ছে । এ ধরনের অভিযান ভবিষৎতে অব্যাহত থাকবে।