মির্জাপুরে গুণীজন সংবর্ধনা


টাঙ্গাইলের মির্জাপুরে আবৃত্তি সংগঠন ‘সৃজন মির্জাপুর’ এর উদ্যোগে পাঁচ গুণীজন ও এক প্রতিষ্ঠানকে সংবর্ধনা দেয়া হয়েছে।
শনিবার মির্জাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান হয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করটিয়া সরকারি সা’দত বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ চর্যাপদ গবেষক প্রফেসর আলীম মাহমুদ।
সংবর্ধিতরা হলেন, কবিতায় মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক, সাংবাদিকতায় রাইজিং বিডি ডটকমের বিশেষ প্রতিনিধি মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কিসমত খোন্দকার, শিক্ষক ও সাংবাদিকতায় মির্জাপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বিবেকানন্দ চক্রবর্তী (মরণোত্তর), কৃষিতে কৃষিবিদ ড. মোহাম্মদ দেলোয়ার হোসেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মির্জাপুরের প্রথম নারী প্রধান শিক্ষক রওশন আরা। এছাড়া বাংলাদেশের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান মির্জাপুরের বাইমহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এর আগে এ উপলক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সৃজন মির্জাপুরের সভাপতি সহিনুর রহমান খান। সংগঠনের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম শেলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন গুলশান কমার্স কলেজের প্রতিষ্ঠাকালিন পরিচালক আব্দুর রাজ্জাক খান রানা, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম, বাইমহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হোসনে আরা, বাংলাদেশ জাতীয় পল্লি উন্নয়ন ও সমবায় ফেডারেশনের সভাপতি খন্দকার বিপ্লব মাহামুদ উজ্জল।