টাঙ্গাইলে অস্ত্র সহ নৌ-ডাকাত গ্রেপ্তার

টাঙ্গাইলে শীর্ষ নৌ-ডাকাত সিরাজ সিকদার এর প্রধান সহযোগী আব্দুল হালিমকে বিদেশী অস্ত্র সহ গ্রেফতার করেছে র্যাব-১২।
রোববার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যার-১২ এর অধিনায়ক মেজর মোহাম্মদ রবিউল ইসলামের নেতৃত্বে টাঙ্গাইল সদর উপজেলার চরপৌলিতে অভিযান চালিয়ে ১টি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলিসহ আব্দুল হালিমকে গ্রেফতার করে।
অভিযান টের পেয়ে হালিমের অন্যন্য সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হয়। পালিয়ে যাওয়া হালিমের সহযোগিদের গ্রেফতারে র্যাব-১২ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানী অভিযান অব্যহত রেখেছে বলে, র্যাব-১২ অধিনায়ক মেজর মোহাম্মদ রবিউল ইসলাম জানিয়েছেন।
উল্লেখ্য গত ২৬ সেপ্টেম্বর ২০১৭ তারিখে র্যাব-১২ সিরাজগঞ্জ থেকে শীর্ষ নৌ-ডাকাত সিরাজ শিকদারকে অস্ত্র সহ গ্রেফতার করে।
এই ডাকাত দল সিরাজগঞ্জ এবং টাঙ্গাইল জেলার যমুনা নদীস্থ চর এলাকা সহ পার্শ্ববতী এলাকায় দীর্ঘদিন যাবৎ নৌ-ডাকাতি, খুনসহ সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল।