অতিরিক্ত ফি দিতে না পারায়

অধ্যক্ষ এর সামনে এক শিক্ষার্থীর বিষ পান

মধুপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৪০ পিএম, সোমবার, ৮ জানুয়ারী ২০১৮ | ৫১১

টাঙ্গাইলের ধনবাড়ী পৌর শহরের ডিগ্রী কলেজে অতিরিক্ত ফি দিতে না পারায় দাদ্বশ শ্রেণীর শিক্ষার্থী মুরাদ বিষপান করেছে। এর প্রতিবাদে কলেজের সকল শিক্ষার্থীরা কলেজের আখতারুজ্জামান আখতার এর কক্ষের সামনে দিন ব্যাপী অনশন কর্মসূচী পালন করে এবং কী কলেজের অধ্যক্ষ আখতারুজ্জামান কে তার কক্ষে অবরুদ্ধ করে রাখে।

কলেজ ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করলে ধনবাড়ী থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রে আনে। ছাত্র নেতা মোকলেছুর রহমান জানান আপনারা জানেন কিছুদিন আগেও আমাদের কলেজে দীর্ঘদিন যাবত অনেক সুন্দর পরিবেশে শিক্ষা ব্যবস্থ্যা চালু ছিল কিন্তু কিছু দিনের মধ্যে গর্ভনিংবডি কিছু অসাধু উপায় অলম্বন করে এক হুটকারী সিধান্ত নিয়েছে ।

যার ফলে এক বিষয়ে ফেল করায় মুরাদকে আর পরীক্ষায় অংশ গ্রহণ করতে দেওয়া হবে না বললে শিক্ষার্থী মুরাদ অধ্যক্ষ আখতারুজ্জামান এর সামনে বিষ পান করে আতহত্ব্যার চেষ্ঠা চালায়। অমরা এ বিষয়ে কোন সুরাহা পাইনি । আমরা আজ এ ছাত্রদের ভবিষৎ এর কথা ভেবে আন্দলোনে নেমেছি।

কলেজের অনেক শিক্ষার্থী ও অভিবাবকরা নাম প্রকাশ না করার শর্তে জানান, আমাদের দাবী এই পিন্সিপাল আকতারুজ্জামানের আক্তার এর উপযুক্ত শাস্তি দেওয়া হোক । শিক্ষা নিয়ে তিনি যে দুর্নীতি করে যাচ্ছে তা বন্ধ হোক । তাহলেই আমাদের গরীব অসহায় কৃষক বাবা অভিবাবকরা দুর্নীতিবাজ পিন্সিপালের হাত থেকে রক্ষা পাবে।

এব্যাপারে কলেজের অধ্যক্ষ আক্তারুজ্জামানের সাথে যোগাযোগ করার চেষ্ঠা করলেও কথা বলা যায়নি। এব্যারে ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা কাছে জানতে চাইলে তিনি জানান এ ব্যাপারে আমি কিছুই জানিনা।

উল্লেখ্য কলেজের অধ্যক্ষ আখতারুজ্জামান আখতার এর কক্ষে পরীক্ষার ফরম ফিলাপের টাকা জমা দিতে গেলে বোর্ড ফিস নিতে পারবেনা এবং কী এক বিষয়ে ফেল করায় তাকে আর পরীক্ষায় অংশ গ্রহণ করতে দেওয়া হবে না বললে শিক্ষার্থী মুরাদ অধ্যক্ষ আখতারুজ্জামান এর সামনে বিষ পান করে ।

বর্তমানে মুরাদ হাসপাতালে ভর্তি রয়েছে। এব্যাপারে মুরাদের পরিবারের সাথে কথা বলতে গেলে মুরাদের পরিবারের কাউকে পাওয়া যায়নি।