রংপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত 

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫১ পিএম, বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০২১ | ৩৭৬
রংপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
 
জেলা প্রশাসক মোঃ আসিব আহসানের সভাপতিত্বে জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম বিষয়ে সভায় আলোচনা অনুষ্ঠিত হয়।
 
এছাড়া সভায় জেলায় চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগসমূহের দ্রুত বাস্তবায়নের বিষয়ে তাগিদ প্রদান করা হয়। সভায় বিভিন্ন বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, প্রতিনিধি, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।