বিশ্বের কোন দেশই তাদের সমর্থন করে না- কৃষি মন্ত্রী


পদ্মা সেতু নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যের সমালোচনা করে কৃষি মন্ত্রী মতিয়া চৌধূরী বলেন, “তাদের অসভ্য আচরণ কোন দেশেই সমাদৃত হয়নি। জঙ্গিরা ছাড়া তাদের কর্মকান্ড অন্য কোন দেশ সমর্থন করে না”।
৪জানুয়ারী বৃহষ্পতিবার সকালে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাপাশিয়া শহীদ স্মৃতি স্কুল মাঠে শিক্ষার্থীদেও মাঝে কম্বল বিতরণ কালে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, “শেখ হাসিনা ৬ বছর পর দেশে ফিরে বঙ্গবন্ধুর খুনিদের বিচার করেছেন। খালেদা জিয়া তার স্বামী হত্যার বিচার করেন নাই।
সেটা এখনও চট্রগ্রাম আদালতে পেইনডিং রয়েছে। তারেক জিয়া কোনদিন তার বাবার হত্যা স্থান দেখতে যাননি”। তিনি আরোও বলেন, “খালেদা জিয়া ৯২দিন আগুন সন্ত্রাস করে নিরীহ মানুষকে পুড়িয়ে মেরে এখন উল্টাপাল্টা কথা বলেন। তাদেরকে বিশে^র কোন দেশই সমর্থন করেনা।
মতিয়া চৌধুরী প্রতিবারের মতো টিআরের টাকা থেকে শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করার জন্য প্রতি স্কুলের ১০ জন করে মেধাবী শিক্ষার্থীদের মাঝে একটি করে কম্বল এবং এসএসসি নির্বাচনী পরীক্ষায় মেধাবী শিক্ষার্থীদের ৫ শ’ করে টাকা বিতরণ করেন।
কৃষিমন্ত্রী দিনব্যাপী উপজেলা ৮টি ইউনিয়ন ও পৌর শহরে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা প্রতিষ্ঠানের ২য় শ্রেণীর গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে এক হাজার ৩ শত কম্বল, গরিব ও দুস্থ্যদের মাঝে ৩ হাজার ৬শত ৪৮টি কম্বল, মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণীর ৪৭০ শিক্ষার্থী মাঝে শীতবস্ত্র সোয়েটার এবং ৪১টি বিদ্যালয় এবং মাদসায় এসএসসি টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ মেধক্রম অনুযায়ী ৪শত ১১ জন শিক্ষার্থীর মাঝে মোট ২ লাখ ৫৫ হাজার আর্থিক প্রণোদনা প্রদান করেন।
এ সময় মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন, পুলিশ সুপার রফিকুল হাসান গণি, শেরপুর সদর উপজেলা চেয়ারম্যান সানোয়ার হোসেন ছানু, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেুর রহমান , পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হোসেনসহ দলীয় নেতাকর্মী ও প্রসাশনের উর্ধ্বতন ব্যাক্তিরা উপস্থিত ছিলেন ।