বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করছেন শেখ হাসিনা- এমপি শুভ


টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য খান আহমেদ শুভ বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তিনি বাংলাদেশকে সাজাচ্ছেন আর আমি মির্জাপুরকে সাজাতে চাই।
তিনি রবিবার দুপুরে উপজেলার আজগানা ইউনিয়নের ভলোয়া খালের উপর ৭২ মিটর দৈর্ঘের গার্ডার ব্রীজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
আজগানা ইউনিয়ন আ,লীগের সভাপতি হাজী মোক্তার আলী সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলম চান, উপজেলা আ,লীগের যুগ্ম সম্পাদক মোজাহিদুল ইসলাম মনির, আজগানা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম সিকদার প্রমুখ
৫ কোটি ১৮ লাখ ২৭ হাজার ১৪৬ টাকা ব্যয়ে ৭২ মিটার দৈর্ঘ আরসিসি গার্ডার ব্রীজটি বাস্তবায়ন করবে স্থানীয় সরকার প্রকৌশন অধিদপ্তর (এলজিইডি)। ঠিকাদরী প্রতিষ্ঠান তাপস ট্রেডার্স ও জিএস এন্টারপ্রাইজ।
ব্রীজটি নির্মিত হলে আজগানা ইউনিয়নের হাটুভাঙ্গা হতে বেলতৈল -চানপুর হয়ে মির্জাপুর উপজেলা সদরের সাথে যোগাযোগ সহজ হবে বলে উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের ্উপসহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম জানিয়েছেন।