টাঙ্গাইল ছাত্রদলের উদ্যোগে মেয়র প্রার্থীর গণসংযোগ


আসন্ন টাঙ্গাইল পৌরসভা নির্বাচনের বিএনপি মনোনিত প্রার্থী মাহমুদুল হক শানুকে নিয়ে গণসংযোগ করেছে জেলা ছাত্রদল নেতাকর্মীরা।
শনিবার (১৬ জানুয়ারি) দুপুরে শহরের ভিক্টোরিয়া রোড, পুরাতন বাসস্ট্যান্ড, ময়মনসিংহ রোড, বটতলা বাজারসহ আকুর টাকুর পাড়া এলাকায় এ গণসংযোগ ও পথসভা করা হয়।
বটতলা বাজার চত্বরে আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন ধানের শীর্ষ এর প্রার্থী মাহমুদুল হক শানু, বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এড. আহসান হাবীব, জেলা বিএনপি'র সহ-সভাপতি হাসানুজ্জামিল শাহীন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তরিকুল ইসলাম ঝলক, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাবু প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুর রউফ, সহ-সভাপতি রিপন চৌধুরী, লিটন পাল, মেহেদী হাসান মৃদুল, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন জুয়েল, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক এ কে এম আব্দুল্লাহ, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান সাজু, জেলা ছাত্রদলের সহ-সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল বাতেন, জেলা ছাত্রদল নেতা আতিকুর রহমান সজিব, আকাশ, মাহিদ মাহমুদ, সিয়াম সিদ্দিকী, হিমেল, রিফাত সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।