জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ-১৭

পৌর ফুটবল দলের প্রস্তুতি

বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা
প্রকাশিত: ০২:২৭ পিএম, শনিবার, ১ সেপ্টেম্বর ২০১৮ | ৩৯৫

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৮ (অনুর্ধ-১৭) এ অংশ গ্রহনের জন্য বাগাতিপাড়া উপজেলায় পৌরসভা ফুটবল দলের অনুশিলন চলছে।

গতকাল বিকালে বাগাতিপাড়া সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল দলের এই প্রস্তুতি দেখা যায়। ফুটবল দলের প্রধান কোচ হিসেবে রয়েছেন মখলেছুর রহমান খান জামাল, টিম ম্যানেজার আবু রায়হান, পরামর্শক মখলেছুর রহমান মুক্তা, পৌর কাউন্সিলর আজিজুর রহমান, প্রাক্তন খোলোয়াড় ও সাংবাদিক আল-আফতাব খান সুইট।

উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক আল মামুন সরকার, পৌরসভা প্রতিনিধি উত্তম কুমার ভৌমিক প্রমুখ।