ভোলায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৫৪ এএম, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১ | ৪৫৭

ভোলা সদর উপজেলায় ৪০ পিচ ইয়াবা সহ মো. নুরনবী চৌকিদার (২৯) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার(১৫ জানুয়ারী) সন্ধায় ৬ টার দিকে ভোলা সদর থানার ভেদুরিয়া ইউনিয়নের চরকালি ২নং ওয়ার্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো. নুরনবী চৌকিদার ভোলা সদর থানার ভেদুরিয়া ইউনিয়নের চরকালি ২নং ওয়ার্ডের মো. আলমগীর চৌকিদারের ছেলে।

ভোলা জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. শহিদুল ইসলাম জানান, শুক্রবার সন্ধা ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে, গোয়েন্দা পুলিশের এসআই (নিঃ) মো. আসাদুজ্জামান খান ও সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে, ভোলা সদর থানার ভেদুরিয়া ইউনিয়নের চরকালি ২নং ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে মো. নুরনবী চৌকিদার নামে এক ব্যাক্তিকে ৪০ পিচ ইয়াবা সহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।