মির্জাপুরে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ


টাঙ্গাইলের মির্জাপুরে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলার মুরশেদপুর (ঘুগী) গ্রামে ফুরফুরা সিলসিলা দরবার শরীফের উদ্যোগে এই কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন।
পীরজাদা মাওলানা মুহাম্মদ ওমর ফারুক আল নোমানীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুল ইসলাম সহিদ, মির্জাপুর পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফ আহমেদ, সমাজসেবক মোজাম্মেল হোসেন, দরবার শরীফের সদস্য শামীম আল মামুন, শিক্ষক নেতা সেলিম আল মামুন, আবুবক্কর সিদ্দিক প্রমুখ।
অনুষ্ঠানে মুরশেদপুর (ঘুগী) এবং আশপাশের কয়েকটি গ্রামের দুইশত দরিদ্র নারী পুরুষের মাঝে কম্বল বিতরণ করেন অতিথিবৃন্দ।