শাজাহানপুরে লীলা কীর্তন ও ভোগ মহোৎসব

বগুড়া সংবাদদাতা
প্রকাশিত: ০৫:৪৯ পিএম, বুধবার, ৩ জানুয়ারী ২০১৮ | ৫৬২

বগুড়া জেলার শাজাহানপুর উপজেলাধীন শাবরুল বড়হিন্দু পাড়া গ্রামে অষ্টপ্রহর ব্যাপী শ্রীশ্রী রাধা-গোবিন্দের লীলা কীর্তন ও ভোগ মহোৎসব পরিদর্শন করেন ওসি জিয়া লতিফুল ইসলাম।

শাবরুল হিন্দুপাড়া শ্রীশ্রী দূর্গা মন্দির প্রাঙ্গণে অষ্টপ্রহর ব্যাপী শ্রীশ্রী রাধা- গোবিন্দের লীলা কীর্তন ১লা জানুয়ারী ২০১৮ইং তারিখ থেকে শুরু হয়। ব্যাপক উৎসবমুখর ওই অনুষ্ঠানে শাজাহানপুর উপজেলাসহ বিভিন্ন জেলা ও উপজেলার নর-নারীরা অংশগ্রহণ করে।

২রা জানুয়ারী রাতে শাজাহানপুর থানার ওসি জিয়া লতিফুল ইসলাম উক্ত অনুষ্ঠান পরিদর্শন করেন।

ওই সময় তার সঙ্গে ছিলেন, শাজাহানপুর থানার তদন্ত অফিসার আবুল কালাম আজাদ, উক্ত অষ্টপ্রহর ব্যাপী শ্রীশ্রী রাধা-গোবিন্দের লীলা কীর্তন ও ভোগ মহোৎসব কমিটির সভাপতি মহেশ চন্দ্র দেবনাথ, সাধারণ সম্পাদক অরবিন্দু চন্দ্র সাহা, সহসভাপতি শ্যামল কুমার দেবনাথ, কিনু চন্দ্র সাহা, উপদেষ্টা বিশু চন্দ্র সাহা সহ কমিটির অন্যান্য সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।