মির্জাপুরে ঘর পাচ্ছে ২৪২ গৃহহীন পরিবার

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৬:২০ পিএম, সোমবার, ৪ জানুয়ারী ২০২১ | ৫৬৫

মুজিববর্ষে টাঙ্গাইলের মির্জাপুরে ঘর পাবে ২৪২ টি গৃহহীন পরিবার। জেলা প্রশাসনের তত্বাবধানে উপজেলায় ভূমিহীন পরিবারকে এসব ঘর দেওয়া হবে। ইতিমধ্যে এই প্রকল্পের অধীনে ৩২ টি ঘর নির্মাণাধীন রয়েছে।

সোমবার বিকেলে সাংবাদিকদের সাথে এক মতবিনিময়কালে এই তথ্য জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশরাফুজ্জামান ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।

রবিবার স্থানীয় এমপি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. একাব্বর হোসেন এই প্রকল্পের নির্মাণাধীন ঘর পরিদর্শন করেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মারেকসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্স্থিত ছিলেন।

জানা যায়, যাদের ভূমি ও ঘর নেই তাদের জমিসহ ঘর দেওয়ার প্রকল্প হাতে নিয়েছে সরকার। এই কর্মসূচির ধারাবাহিকতায় টাঙ্গাইলের মির্জাপুরে ২৪২ টি পরিবারের মাঝে ঘর দেওয়া হবে। এরমধ্যে সরকারের ২৩৭ টি এবং স্থানীয় এমপি, সরকারের একজন সচিব, উপজেলা চেয়ারম্যান, উপজেলা প্রশাসনের কর্মকর্তারা দিবেন ৫টি ঘর। প্রতিটি ঘরের নির্মাণ ব্যয় ১ লাখ ৭১ হাজার টাকা। প্রতিটি ঘরে ২ টি বেড রোম, একটি কিচেন, একটি ইউটিলিটি রোম একটি টয়লেট ও একটি বারান্দা।

এছাড়াও মির্জাপুরের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়েও মতবিনিময় সভায় বিস্তারিত আলোচনা হয়।