মির্জাপুর পৌরসভা নির্বাচন
আওয়ামী লীগে বিদ্রোহী বিএনপিতে দায়সারা প্রার্থী


টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভা নির্বাচনে বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষদিনে আওয়ামী লীগের বিদ্রোহী এবং বিএনপির দায়সারা প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
আগামী ৩০ জানুয়ারি মির্জাপুর পৌরসভার নির্বাচন। তফসিল ঘোষনার আগেই ক্ষমতাসীন আওয়ামী লীগে মেয়র পদের জন্য ৬ জন আবেদন করেন। ্এরমধ্যে বর্তমান মেয়র সালমা আক্তার শিমুল দলের মনোনয়ন পেয়ে বুধবার উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন।
দলের মনোনয়নপত্র না পেয়ে সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা শহীদুর রহমান বৃহস্পতিবার উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। শহীদুর রহমান ২০১১ সালের পৌরসভা নির্বাচনেও আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচন করেছিরেন। ওই নির্বাচনে তিনি আওয়ামী লীগ মনোনিত প্রার্থী সাহাদৎ হোসেন সুমনকে ১৪৩ ভোটে পরাজিত করে মেয়র নির্বাচিত হয়েছিরেন।
এদিকে পৌরসভা নির্বাচনেরর তফসিল ঘোষনার পরও কে হচ্ছেন বিএনপির প্রার্থী তা অনেকটা অনিশ্চিত ছিলো। দলের নেতাকর্মীদের ধারনা ছিল ২০১৫ সালের নির্বাচনে দলের মনোনিত প্রার্থী পৌর বিএনপির সভাপতি হজরত আলী মিঞা দলের মনোনয়ন চাইবেন। হজরত আলী মিঞা মনোনয়ন না চাওয়ায় শেষমুহুর্তে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ফরিদকে দলের প্রার্থী করা হয়। বৃহস্পতিবার তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আওয়ামী লীগের বিদ্রোহী হয়ে মনোনয়নপত্র জমাদানকারী শহীদুর রহমান বলেন, আমি পৌরসভার মেয়রসহ চারবারের জনপ্রতিনিধি। পৌর এলাকার প্রত্যোক গ্রামে আমার কর্মী সমর্থক রয়েছে। তাই নির্বাচনে আমি ভাল করব।
মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহামুদ বলেন, দলের কোথাও শহীদুর রহমানের নাম নেই। আওয়ামী লীগ একটি বৃহত সংগঠন। দলের সর্বস্তরের নেতাকর্মীরা এখন সুসংগঠিত। এ অবস্থায় দলের মনোনিত প্রার্থীই জয়ী হবে বলে তিনি বরেন।