মির্জাপুরে জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৪৮ পিএম, শুক্রবার, ১ জানুয়ারী ২০২১ | ৪০০

টাঙ্গাইলের মির্জাপুরে জাতীয় পার্টির ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে পৌর সদরের মেইন রোডে দলীয় কার্যালয়ে কেককাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক ভিপি আবু আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবুল কাশেম খান, সহসভাপতি ছিবার উদ্দিন সরকার, সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন বাদশা, মির্জাপুর পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন আহমদ, উপজেলা শ্রমিক পার্টির সভাপতি খালেদ, ছাত্র সমাজ নেতা ওয়াসিম প্রমুখ।

পরে পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদের আত্মার মাগফিরাত ও বর্তমান চেয়ারম্যান গোলাম কাদের এমপির সুস্থতা এবং দীর্ঘায়ূ কামনা করে দোয়া করা হয়।