বঙ্গবন্ধু সেতুতে দূর্ঘটনায় মোটরসাইকেলের চালক নিহত


টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুপূর্ব গোলচত্ত্বরে অজ্ঞাত কাভার্ডভ্যানের থাক্কায় মোটরসাইকেলের চালক নিহত হয়েছে। নিহতের পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে বঙ্গবন্ধু সেতুপূর্ব গোলচত্ত্বর এলাকায় এই ঘটনা ঘটে।
সত্যতা নিশ্চিত করে বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আইয়ুবুর রহমান।
তিনি জানান, সেতুর গোলচত্ত্বর এলাকায় মোটরসাইকেলের চালক উল্টো দিক দিয়ে যাওয়ার সময় অজ্ঞাত কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক নিহত হয়। নিহতের পরিচয় পাওয়া যায়নি। মরদেহ থানায় রাখা হয়েছে।