মির্জাপুরে কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


টাঙ্গাইলের মির্জাপুরে বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগের ২১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার আলোচনাসভা ও কেক কাটার মধ্যদিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
বিকেলে মির্জপুর প্রেসক্লাব মিলনায়তনে কৃষক শ্রমিক জনতা লীগ ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। মির্জাপুর উপজেলা শাখার সভাপতি আমজাদ হোসেন শিকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক আরমান হোসেন তালুকদার তাপস,টাঙ্গাইল জেলা শাখার সাবেক যুগ্ম সস্পাদক এম এ গাফ্ফার গফুর, মির্জাপুর উপজেলা শাখার সহসভাপতি ডা. আব্দুছ সাত্তার, উপজেলা যুব আন্দোলনের আহবায়ক খন্দাকার মনিরুজ্জামান, যুগ্ম আহবায়ক আব্দুল আলীম, উপজেলা ছাত্র আন্দোলনের আহবায়ক নাজমুল হোসেন ফরহাদ প্রমুখ।
পরে উপস্থিত নেতাকর্মিরা দলের ২১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করেন।