বাসাইলে এসএসসি পরীক্ষার্থীর বাল্যবিয়ে ঠেকালেন ইউএনও


টাঙ্গাইলের বাসাইলে রিতা আক্তার নামের এক এসএসসি পরীক্ষার্থীর বাল্যবিয়ে ঠেকালেন ইউএনও। রিতা আক্তার উপজেলার নাইকানীবাড়ী আলহাজ হায়দার হামিদ মডেল উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ও একই এলাকার ফারুক মিয়ার মেয়ে।
জানা যায়, বিয়ে বাড়িতে বরও হাজির। খাওয়া দাওয়াও শেষ। বিয়ে পড়ানোর আগ মূহুর্তে রবিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় বিয়ে বাড়িতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না হাজির হন।
নির্বাহী কর্মকর্তার উপস্থিতি টের পেয়ে বরসহ তার আত্মীয়রা পালিয়ে যায়। লুকিয়ে ফেলা হয় ওই স্কুলছাত্রীকেও। কিছুক্ষণ পর ওই স্কুলছাত্রীকে নির্বাহী কর্মকর্তার সামনে হাজির করা হয়।
পরে বিয়ে বাড়িতেই ওই কর্মকর্তা বাল্যবিয়ের বিভিন্ন কুফল সম্পর্কে আলোচনা করার পর মেয়েটির পরিবার তাকে বাল্যবিয়ে দিতে অস্বীকার করেন। মেয়েটির বাবা-মা তাকে প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না মর্মে মুচলেকা দেন।