টাঙ্গাইলে

জঙ্গীবাদ, মাদক ও সাইবার ক্রাইম বিরোধী মত বিনিময় সভা

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০৬:৫৮ পিএম, বৃহস্পতিবার, ৩১ জানুয়ারী ২০১৯ | ৪৭০

পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে টাঙ্গাইলে জঙ্গীবাদ, মাদক ও সাইবার ক্রাইম বিরোধী মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার টাঙ্গাইল মডেল থানায় এ সভার আয়োজন করা হয়।

টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সায়েদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল সদর সার্কেলের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. মহসিন হোসেন।

এসময় আরও বক্তব্য রাখেন টাঙ্গাইল মডেল থানার ওসি (অপারেশন) মো. সালাউদ্দিন, জেলা কমিউনিটি পুলিশের সভাপতি মো. আনিছুর রহমান, টাঙ্গাইল সদর ফাঁড়ির অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন, পৌরসভার কাউন্সিলর মো. আমিনুর রহমান প্রমুখ।

এসময় থানার অন্যান্য কর্মকর্তাসহ পৌরসভার জন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।