ভুঞাপু‌রে মেয়া‌দোত্তীর্ণ সার বে‌শি দা‌মে বি‌ক্রি; ডিলার‌কে জ‌রিমানা

স্টার্ফ রিপোটার
প্রকাশিত: ০৩:২০ পিএম, রোববার, ১৩ ডিসেম্বর ২০২০ | ৩৪৬
টাঙ্গাইলের ভুঞাপুরে মেয়া‌দোত্তীর্ণ সার ও অনু‌মোদনহীন কীটনাশক বি‌ক্রির দায়ে এক ডিলারকে জ‌রিমানা করেছে ভ্রাম‌্যমান আদালত। 
 
র‌বিবার (১৩ ডিসেম্বর) উপজেলার গো‌বিন্দাসী বাজারে দুপুরে অভিযান চা‌লিয়ে অনুমোদনহীন কীটনাশক ও মেয়াদোত্তীর্ণ সার বে‌শি দামে বি‌ক্রির দায়ে ডিলার আব্দুর র‌শিদ‌ খান‌কে ১০হাজার টাকা জ‌রিমানা করেন ভ্রাম‌্যমান আদাল‌তের নির্বাহী ম‌্যা‌জি‌স্ট্রেট মো. আসলাম হোসাইন।
 
উপজেলা কৃ‌ষি কর্মকর্তা আল মামুন রা‌সেল বলেন, সার ডিলার আব্দুর র‌শিদ অননু‌মো‌দিত কীটনাশক ও মেয়াদোত্তীর্ণ স‌ার গো‌বিন্দাসী হাটে বি‌ক্রি কর‌ছিল। প‌রে ভ্রাম‌্যমান আদালতের মাধ‌্যমে তাকে জ‌রিমানা করা হয়। 
 
উপজেলা সহকা‌রি ক‌মিশনার (ভূ‌মি) ও নির্বাহী ম‌্যা‌জি‌স্ট্রেট মো. আসলাম হোসাইন বলেন, ভ্রাম‌্যমান আদালত প‌রিচালনা করে ওই ডিলারকে জ‌রিমানা করা হয়েছে। এছাড়া গো‌বিন্দাসী বাজারে মাস্ক ব‌্যবহারে সচেতনতা ও জনসাধারনের মাঝে মাস্ক বিতরন করা হয়েছে।