মির্জাপুর পৌরসভায় আ’লীগের প্রার্থী ৬ জন

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৫:১৩ পিএম, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০ | ৩৮৮

টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের দলীয় ৬ প্রার্থীর নাম চুরান্ত করা হয়েছে। বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জহিরুল হক।

স্থানীয়ভাবে দলের চুরান্ত প্রার্থীরা হলেন পৌর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পদিকা বর্তমান মেয়র সালমা আক্তার শিমুল, উপজেলা আওয়ামী লেিগর সহসভাপতি সাবেক মেয়র এডভোকেট মোশারফ হোসেন মনি, পৌর আওয়ামী লীগের সভাপতি ফরহাদ উদ্দিন আছু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম শিপলু, সাবেক মেয়র শহীদুর রহমান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাজী আবুল হোসেন।

মির্জাপুর পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষনা না হলেও কেন্দ্রীয় নির্দেশে উপজেলা আওয়ামী লীগ দলের সম্ভাব্য প্রার্থীদের জীবনবৃত্তান্ত আহবান করে। এতে বর্তমান মেয়রসহ সম্ভাব্য ছয়জন প্রার্থী তাদের জীবনবৃত্তান্ত জমা দেন। উপজেলা আওয়ামী লীগ ছয়জনকেই স্থানীয়ভাবে চুরান্ত করে জেলা আওয়ামী লীগের মাধ্যমে কেন্দ্রে পাঠিয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। 

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহামুদ বলেন, আমরা ছয়জন সম্ভাব্য প্রার্থীর নামের তারিকা জেলা আওয়ামী লীগের মাধ্যমে কেন্দ্রে প্রেরন করেছি।  এক্ষেত্রে দলের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের চুরান্ত একক প্রার্থী মনোনিত করবেন।