মির্জাপুরে মাস্ক বিতরণ ও জরিমানা

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০২:৪৬ পিএম, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০ | ৫০৬

টাঙ্গাইলের মির্জাপুরে মাস্ক না পড়ায় ৫ ব্যক্তিকে জড়িমানা করেছে ভ্রাম্যমান আদালত।

শনিবার সকালে উপজেলার হাটুভাঙ্গা বাজারে অভিযানকালে এই জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) মো. জুবায়ের হোসেন।

জানা গেছে, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকারের নির্দেশনা অনুযায়ী সকলের মাস্ক পড়া বাধ্যতামুলক করা হয়েছে। এই নির্দেশনা যথাযথভাবে পালন হচ্ছেনা এই খবরে উপজেলার হাটুভাঙ্গা বাজারে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এসময় মাস্ক না পড়ায় পাঁচ ব্যক্তিকে প্রত্যেককে ১০০ টাকা করে ৫০০ টাকা জরিমানা করা হয় এবং অর্ধশতাধিক ব্যক্তি মধ্যে মাস্ক বিতরণ করা হয়।

ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন বলেন, করোনা ভাইরাস সংক্রমণ রোধ এবং জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।