টাঙ্গাইলে পবিত্র ঈদে মিলাদুন্নবী ও ফাতিহা ই ইয়াজদাহম শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

স্টার্ফ রিপোর্টার
প্রকাশিত: ১২:১৭ পিএম, শনিবার, ২৮ নভেম্বর ২০২০ | ৫১৬

টাঙ্গাইলে পবিত্র ঈদে মিলাদুন্নবী ও ফাতিহা-ই-ইয়াজদাহম শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৮ নভেম্বর) সকালে টাঙ্গাইল প্রেসক্লাব বঙ্গবন্ধু অডিটরিয়ামে সেমিনারের আয়োজন করে আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ টাঙ্গাইল শাখা।

সেমিনারের প্রধান আলোচক ছিলেন সরকারি সা’দত কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোহাম্মদ হুমায়ূন কবীর।

সেমিনারের উদ্বোধক ছিলেন গাউসিয়া কমিটি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি আলহাজ¦ অধ্যক্ষ আব্দুল হাই।

টাঙ্গাইল হাজিবাগ দরবার শরীফের পীর সাহেব অধ্যাপক আলহাজ¦ মো. আব্দু কুদ্দুস খুসরুর সভাপতিত্বে সেমিনারে প্রধান মেহমান ছিলেন আহ্মাদাবাদ শরীফের পীর সাহেব আলহাজ¦ শাহ্ সুফি সাইফুল্লাহিল ক্বাতেয়ী। বিশেষ মেহমান ছিলেন মাহবুবিয়া দায়রা শরীফের পীর সাহেব আলহাজ¦ ডা. সৈয়দ শাহ্ ছাইদুল্লাহ কাদরী।

সেমিনারের মূল প্রবন্ধ পাঠ করেন এম.এম আলী কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারি অধ্যাপক আলী আশরাফ খান।

আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ এর কেন্দ্রীয় সদস্য মোরশেদ আলম মাসুদের অনুষ্ঠান সঞ্চালনায় এতে বিশেষ মেহমান ছিলেন টাঙ্গাইল এম.এম.আলী কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মুহাম্মদ মাহ্বুবুর রহমান, সরকারি সা’দত কলেজের অর্থনীতি বিভাগের সহযোগি অধ্যাপক ড.মো. সাইফুল মালেক আনসারী, নাগরপুর জনতা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মাসুদ আলম খান। আলোচক ছিলেন আহ্মাদাবাদ দরবার শরীফ বহুলীর পীর সাহেব আলহাজ¦ হাফেজ ক্বারী মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ আল আহ্মাদী, খানকায়ে বজলুর রাহ্মানিয়া পিচুরিয়ার পীর সাহেব শাহ্ সুফি আহম্মদ আলী, আহ্মাদাবাদ শরীফের পীর সাহেব আলহাজ¦ শাহ্ সুফি মো. শাহজালাল টুটুল।

এ সময় উপস্থিত ছিলেন বাসাইল পৌরসভার মেয়র আব্দুর রহিম, সরকারি এম.এম আলী কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর খন্দকার আরিফ মাহমুদসহ বিভিন্ন নেতৃবৃন্দ।