মনোনয়ন পাবার যে যোগ্যতা তা আমাদের আছে- এম.এ রৌফ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:১৪ এএম, শনিবার, ২৮ নভেম্বর ২০২০ | ১৪৭৫

টাঙ্গাইল আসন্ন পৌরসভা নির্বাচনে আ’ লীগের মেয়র মনোনয়ন প্রত্যাশী ও শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম. এ রৌফ বলেছেন সারাজীবন ধরে রাজনীতি করছি দলের মনোনয়ন পাবার যে যোগ্যতা আমরা মনে করি আমাদের তা আছে। ছাত্র থেকে রাজনীতি করছি, অনেক পুলিশের মার খেয়েছি জেল খেটেছি এক কথায় অনেক নির্যাতন সহ্য করেছি। নির্যাতন সহ্য করতে করতে আজকের এ পর্যায়ে এসে দায়িত্ব পালন করছি। অনেক প্রতিকুল ও ষড়যন্ত্র মধ্যে আমরাই টিকে থেকে সকলের ভালবাসা নিয়ে পৌরসভার সকল মানুষের পাশে থেকেছি। এখানে অনেক ব্যবসায়ী আছে কেউ বলতে পারবে না কারোও সাথে কোনদিন কোন খারাপ আচারণ করেছি।

শুক্রবার সন্ধ্যায় (২৭ নভেম্বর) পৗরসভার ৭ নং ওয়ার্ডে তার নির্বাচনী আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরোও বলেন পশ্চিম টাঙ্গাইলের মানুষ বারবার পরাজিত হয়েছে,এ অঞ্চলের মানুষ বারবার নির্যাচিত হয়েছে। আগে এ অঞ্চলের মানুষ এক সময় এ পৌরসভার নেতৃত্ব দিয়েছে,এক সময় এই পৌরসভা গঠন করে ছিল সাকরাইল,সন্তোষ এবং অলোয়ার জমিদার। এই তিন জমিদারে রাজস্ব দিয়ে পৌরসভা হয়েছে। কিন্তু আমাদের এই অঞ্চলে তেমন কোন উন্নয়ন হয় নাই উন্নয়ন হয়েছে পূর্বপাড়ে। কাজেই আমরা মনে করি এই অঞ্চলের উন্নয়ন হওয়া দরকার একটি আধুনিক পৌরসভা হওয়া দরকার। সেই পৌরসভা গঠন করতে হলে আপনাদের একজন কাছের সন্তানকে এ পৌরসভায় পাঠাতে হবে তাহলে আমি মনে করি এ অঞ্চলে উন্নয়ন সাধিত হবে।

নির্বাচনী আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি ও জাতীয় পার্টির নেতা আলহাজ¦ মুহাম্মদ মোজ্জামেল হক।

জেলা আ’ লীগের কৃষি বিষায়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান মিঞ্জু এর সভাপতিত্বে আরোও বক্তব্য রাখেন টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও শহর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হুদা নবীন, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জনিয়ার আব্দুর রশিদ, টাঙ্গাইল জেলা ছাত্রলীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান সোহেল,মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নিবীড় পাল, ৭ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি শিবনাথ পাল,সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, বাবু হরিপ্রদ সাহা,বারেক,তৌহিদ প্রমুখ।