ধনবাড়ীতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৪:২৭ পিএম, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০ | ৪৩০

বাংলাদেশ বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন কেন্দ্রীয় পরিষদের অংশ হিসেবে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় কর্মরত স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিশর্দক ও স্বাস্থ্য সহকারীদের বেতন স্কেল সহ টেকনিক্যাল পদ মর্যাদার দাবীতে  বৃহস্পতিবার(২৬ নভেম্বর ২০)ইং সকাল থেকে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অনিদিষ্ট কালের কর্ম বিরতি পালন শুরু হয়েছে।

এসময় ধনবাড়ী উপজেলা হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের আহবায়ক মুঞ্জিলুর রহমান, সদস্য সচিব আতিকুর রহমান, স্বাস্থ্য সহকারী পরিদর্শক খন্দকার তসলিম আরা বেগম, স্বাস্থ্য সহকারী তানিয়া খাতুন,নিলুফার ইয়াসমীন, রোজিনা আক্তার , সুলতানা রাজিয়া, সালমা খাতুন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। যতদিন পর্যন্ত দাবী মানা না হবে ততদিন পর্যন্ত এ কর্মবিরতি চালিয়ে যাবেন তারা বলে জানিয়েছেন।