দানবীর রণদা প্রসাদ সাহার ১২৪ তম জন্মজয়ন্তী পালিত

মির্জাপুর (টাঙ্গাইল ) প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৩৩ পিএম, বুধবার, ২৫ নভেম্বর ২০২০ | ৮১২

দুপুরের পর থেকে সাহাপাড়া বাবু বাজাারের সকল দোকানপাট বন্ধ। পুরো গ্রামের সকল বয়সী মানুষ সমবেত হয়েছে রণদা নাট মন্দিরে। বিকেল পাঁচটায় অথিথিদের আগমন রণদা নাট মন্দিরে। আগুনের পরশমনি ছোয়াও প্রাণে এই গানের সাথে ১২৪ টি মোমবাতি প্রজ্জলন এবং কেক কাটার মধ্যদিয়ে শুরু হয় দানবীর রণদা প্রসাদ সাহার ১২৪ তম জন্মজয়ন্তীর অনুষ্ঠান।

অনুষ্ঠানে উপস্থিত হয়ে টাঙ্গাইল জেলা প্রশাসক ড. মো. আতাউল গণি বলেন, দানবীর রণদা প্রসাদ সাহা ছিলেন মানবতাবাদি এবং সাম্প্রদায়িক চেতনার এক অনন্য দৃষ্টান্ত। তার প্রতিটি কর্মই ছিল সার্বজনীন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন, কুমুদিনী কল্যান সংস্থার ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা, মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায়, মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুল ইসলাম সহিদ, বণিক সমিতির সভাপতি গোলাম ফারুক সিদ্দিহকী প্রমুখ।

১৮৯৬ সালের উথ্থান একাদশীর এই তিথিতে তিনি ঢাকার অদূরে সাভারের কাছুরে মামাবাড়ীতে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার লৌহজং নদীর তীর ঘেঁষা মির্জাপুর গ্রামে। মাতার নাম কুমুদিনী সাহা, পিতার নাম দেবেন্দ্র নাথ সাহা।

বক্তারা দানবীর রণদা প্রসাদ সাহার কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং তার আদর্শকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহবান জানান।