ঝিনাইগাতী গোল্ডেন স্টার প্রিপারেটরি এন্ড হাই স্কুলের

বার্ষিক ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

মুহাম্মদ আবু হেলাল, ঝিনাইগাতী প্রতিনিধি
প্রকাশিত: ০৬:৫৬ পিএম, রোববার, ৩১ ডিসেম্বর ২০১৭ | ৩৩৭৩

শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার আদর্শ বিদ্যাপীঠ গোল্ডেন স্টার প্রিপারেটরি এন্ড হাই স্কুলের ফলাফল, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ রবিবার সকালে অত্র বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

অত্র বিদ্যালয়ের পরিচালক মন্ডলীর সদস্য আলী হোসেন পাঠান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকমন্ডলীদের উদ্দ্যেশে পরামর্শমূলক বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধার সন্তান ও উপজেলা নির্বাহী অফিসার ফারহানা করিম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক, সহকারী শিক্ষক গোলাম হোসেন, অভিভাবক সদস্য আমিরুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানে বার্ষিক পরীক্ষায় সফলতার সাথে কৃতিত্ব অর্জন করায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়েজন করা হয়।