নাটোরে লাইফ ফর লাইফ এর শীতবস্ত্র বিতরণ


নাটোরে স্বেচ্ছাসেবী সংস্থা লাইফ ফর লাইফ এর উদ্যোগে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
নাটোর জজ কোর্ট চত্বরে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভপতিত্ব করেন সংস্থার চেয়ারম্যান ড. মো. আলাউদ্দিন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জজ কোর্টের জিপি আইনজীবী অ্যাডভোকেট মো. আসাদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী আব্দুল আজিজ, অ্যাডভোকেট মো. মজিবর রহমান, আব্দুর রাজ্জাক, সাংবাদিক আব্দুল হাকিম, আব্দুল জলিল, প্রকৌশলী আব্দুল মান্নান, সাইফুল ইসলাম, আব্দুল বারী, আহাম্মেদ আলী ও হুমায়ন কবির।
এছাড়াও উপস্থিত ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহেদ-উল-আলম জ্যোতি ও ফিরোজুল ইসলাম।
প্রধান অতিথি বলেন, মহান বিজয় দিবসে জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করায় সংস্থার সাথে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণের জন্য সেবামূলক মনোভাব নিয়ে কাজ করে যাওয়ার আহবান জানান।