টাঙ্গাইলে প্রতিবন্ধীদের সহায়ক উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৪৫ পিএম, শনিবার, ১৪ নভেম্বর ২০২০ | ৫৯১

মুজিব জন্মশত বর্ষ উপলক্ষে টাঙ্গাইলে প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। 

শনিবার দুপুরে টাঙ্গাইল প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে এ সব উপকরণ বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল সদর আসনের এমপি ছানোয়ার হোসেন। অতিরিক্ত জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. শাহ আলম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন টাঙ্গাইল প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. নূরুল ইসলাম, কনসালট্যঅন্ট মো. ওহিদ্জ্জুামান প্রমুখ। 

অনুষ্ঠানে ১৬৫টি হুইল চেয়ার, স্মার্ট সাদা ছড়ি ২২ ও ১০ টি হেয়ারিং এইড বিতরণ করা হয়।