টাঙ্গাইলে জেল হত্যা দিবস পালিত

স্টার্ফ রিপোটার
প্রকাশিত: ১২:০২ পিএম, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২০ | ৪৩৩

জেল হত্যা দিবস উপলক্ষে টাঙ্গাইলে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে জেলা আওয়ামী লীগসহ অন্যান্য সহযোগি সংগঠন। 

মঙ্গলবার সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ও শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। 

এতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বাসাইল ও সখীপুর আসনের এমপি জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের)। এসময় উপস্থিত ছিলেন যুগ্ম-সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান আনছারী, সহ-সভাপতি এম এ রকীব, যুগ্ম-সাধারণ সম্পাদক নাহার আহমদ, সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, দপ্তর সম্পাদক মো. রফিকুল ইসলাম রফিক প্রমুখ।