মহানবী (সা:)এর ব্যাঙ্গচিত্র কার্টুন প্রকাশ করায় ধনবাড়ীতে বিক্ষোভ

হাফিজুর রহমান.মধুপুর
প্রকাশিত: ০১:৩০ পিএম, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০ | ৫৯২

ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী (সা:)এর ব্যাঙ্গচিত্র কার্টুন প্রকাশ করার প্রতিবাদে ফ্রান্সের সকল পণ্য নিষিদ্ধের দাবীতে টাঙ্গাইলের ধনবাড়ীর ভাইঘাট বাসস্ট্যান্ড এলাকার টাঙ্গাইল-জামালপুর মহাসড়কে বিক্ষোভ সমাবেশ করেছে ধোপাখালী ইউনিয়নের তৌহিদী জনতা।

বৃহস্পতিবার ২৯ অক্টোবর সকালে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- জামিয়া নিজামিয়া মদিনাতুল উলুম ভাইঘাট মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুর রহমান, মাওলানা নূরুল আলম সাবলু, মাওলানা নোমান, মিনহাজ উদ্দিন,আ: রশিদ, শামছুল হক, নজরুল ইসলাম, ক্বারী রবিউল ইসলাম সহ অন্যান্যরা।

বক্তারা তাদের বক্তব্যে দ্রুত ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরোঁর শাস্তি সহ ফ্রান্সের সকল পণ্য নিষিদ্ধের দাবী ও জানান। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরোঁর ছবিতে আগুন ধরিয়ে ছবি পুড়ানোর মধ্যেদিয়ে বিক্ষোভ সমাবেশ শেষ করেন।