সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন হবে– আব্দুর রাজ্জাক


বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য সাবেক মন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন হবে। বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া দুর্নীতির দায়ে আদালতে অভিযুক্ত হলে আগামী নির্বাচনে তিনি অযোগ্য হবেন। হরতাল, নাশকতা ও মানুষ পুড়িয়ে রেহাই পাবেন না। তত্ত্বাবধায়ক সরকার, সহায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি করে আন্দোলন, হরতালের ডাক দিয়ে নির্বাচন বানচাল করা যাবে না। ।
তিনি আজ শুক্রবার বিকেলে টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরোও বলেন, ২০১৩ সালে বিএনপি যা করেছিলো তা পূনরাবৃৃত্তি আমরা করতে দিবো না। এ দেশের আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসন আগের চেয়ে অনেক সুসংগঠিত। তারা সৎ এবং নিষ্ঠাবান। এখন আর ওই জঙ্গি, রাজাকার, আলবদর আর তাদের দোষড় বিএনপি যতই চেষ্টা করুক না কেন ২০১৪ সালের মত নির্বাচন বানচাল করার, সন্ত্রাসী কার্যকলাপ করার সুযোগ আর পাবে না।
টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে আয়োজিত এই কর্মসুচির উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক। এতে প্রধান বক্তা ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের)।
খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন এমপি, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মনোয়ারা বেগম এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, নাহার আহমেদ ও শাহজাহান আনসারী, সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র জামিলুর রহমান মিরন, টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ রৌফ ।
অনুষ্ঠান পরিচালনা করেন টাঙ্গাইল সদর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেন খান তোফা।
অনুষ্ঠানে টাঙ্গাইলের বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।