টাঙ্গাইলে রেড ক্রিসেন্ট সোসাইটির ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ


বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিট এর উদ্যোগে টাঙ্গাইল সদর উপজেলায় বন্যার্ত পরিবারের মাঝে রঙ্গিন ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
গতকাল ২৫ অক্টোবর সকালে উপজেলার হুগড়া ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে এ ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল সদর-৫ আসনের স্থানীয় সংসদ আলহাজ্ব মো. ছানোয়ার হোসেন।
এসময় তিনি হুগড়া ইউনিয়নের গয়রা গাছা, পিচুরিয়া, চকগোপাল গ্রামে “বন্যা ২০১৯পুনর্বাসন প্রকল্প” আওতায় ৩৬৬টি পরিবারের মাঝে ২৭টি করে ঢেউটিন ও নগদ ৪০ হাজার টাকা প্রদান করেন।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিটের সেক্রেটারি ও টাঙ্গাইল শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ রৌফ সভাপতিত্বে আরোও উপস্থিত ছিলেন টাঙ্গাইল শহর আওয়ামীলীগের সহ-সভাপতি আকরাম হোসেন কিসলু, হুগড়া ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিটের যুব প্রধান আলামিন প্রমুখ।