বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে কাজ করছে আওয়ামীলীগ সরকার-কৃষি মন্ত্রী

হাফিজুর রহমান.মধুপুর
প্রকাশিত: ০২:০৩ পিএম, রোববার, ২৫ অক্টোবর ২০২০ | ৪২৩

বাংলাদেশের গ্রাম গঞ্জের রাস্তাঘাট উন্নয়নের কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে কাজ করছে আওয়ামীলীগ সরকার বলে মন্তব্য করেছেন কৃষি মন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক এমপি।

আজ রবিবার ২৫ অক্টোবর টাঙ্গাইলের মধুপুরে আহম্মদ আলী মেমোরিয়াল হাই স্কুলে বন্যা আশ্রয়ন কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন ও পৌরসভার বিভিন্ন পাঁকা রাস্তার উদ্বোধন এবং পৌর শহরের শ্রী মদন গোপাল আঙ্গিনায় পূজা মন্ডব পরিদর্শনকালে মন্ত্রী এসব কথা বলেন।

এসময় উপজেলার নির্বাহী অফিসার আরিফা জহুরা, উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনার রশিদ হীরা, মধুপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাছির আহমেদ শরীফ, মধুপুর পৌর মেয়র মাসুদ পারভেজ, সিনিয়র সহকারী পুলিশ সুপার(মধুপুর সার্কেল) কামরান হোসেন, মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি খন্দকার শফি উদ্দিন মনি , সহ সভাপতি এ্যাডভোকেট ইয়াকুব আলী, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ ও পৌর আওয়ামীলীগের সভাপতি সিদ্দিক হোসেন খান সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।