কালিহাতীতে দৈনিক আলোকিত সকাল পত্রিকার ৩য় বর্ষ পূর্তি উদযাপন


টাঙ্গাইলের কালিহাতীতে দৈনিক আলোকিত সকাল পত্রিকার ৩য় বর্ষ পূর্তি উদযাপন করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১১ টায় কালিহাতী উপজেলা পরিষদ কনফারেন্স রুমে পত্রিকার ৩য় বর্ষপূর্তি ও ৪র্থ বর্ষে পদার্পণ উপলক্ষে কালিহাতী উপজেলা প্রতিনিধি সোহেল রানা'র আয়োজনে দোয়া মাহফিল, কেক কাটা ও মিষ্টি বিতরণ করা হয়।
আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাছান ইমাম খান সোহেল হাজারী,কালিহাতী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দাস পবিত্র, উপজেলা আওয়ামীলীগের সহ- প্রচার ও প্রকাশনা সম্পাদক শরিফ আহমেদ রাজু, কালিহাতী পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালেক তালুকদার, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি নূরুন্নবী সরকার, দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার টাঙ্গাইল জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক রঞ্জন কৃষ্ণ পন্ডিত, দৈনিক নবচেতনা’র প্রতিনিধি সাব্বির আহমেদ আব্বাসী, দৈনিক যুগান্তরের প্রতিনিধি ও প্রেসক্লাবের সহ-সভাপতি তারেক আহমেদ, আনন্দ টিভির প্রতিনিধি ও প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মেহেদী হাসান চৌধুরী মৃদুল, কালিহাতী প্রেসক্লাবের ক্রীড়া বিষয়ক সম্পাদক সুমন ঘোষ, প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আনিছুর রহমান শেলী, পিবিএ এজেন্সির টাঙ্গাইল প্রতিনিধি ও প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মনির হোসেন, সদস্য লতিফ তালুকদার, নূরুন্নবী রবীন ও দৈনিক আলোকিত সকাল পত্রিকার ভূয়াপুর উপজেলা প্রতিনিধি কোরবান আলী তালুকদার প্রমূখ।
উপস্থিত সকলেই দৈনিক আলোকিত সকাল পত্রিকার সফলতা কামনা করেন