ছিলিমপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগে কর্মী সভা অনুষ্ঠিত

স্টার্ফ রিপোটার
প্রকাশিত: ০১:১০ পিএম, রোববার, ১১ অক্টোবর ২০২০ | ৪৫৪

দলকে তৃণমুল পর্যায়ে আরো শক্তিশালী ও সু-সংগঠিত করে গড়ে তোলার লক্ষ্যে টাঙ্গইল সদর উপজেলার ৫নং ছিলিমপুর ইউনিয়ন যুবলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পাকুল্যা মুরাদ নগর বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো.আবু সাইম তালুকদার বিপ্লববের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো. রেজাউর রহমান চঞ্চল।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ছিলিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. হাসমত আলী, সদর উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মো. এ্যাডভোকেট আবু হানিফ, সদর উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতি সম্পাদক ও ছিলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাদেক আলী, ছিলিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. খোরশেদ আলম কুরসু, সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম মিয়া ও সদর উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি মো. সুজায়েত হোসেন প্রমুখ।