ঘাটাইলে জাতীয় কন্যা দিবস পালিত

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৮:১৫ এএম, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২০ | ৪৫১

আমরা সবাই সচ্চার, বিশ্ব হবে সমতার- এই শ্লোগানে টাঙ্গাইলের ঘাটাইলের আন্তর্জাতিক সাহায্যকারী সংস্থা গুড নেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির উদ্যোগে জাতীয় কণ্যা শিশু দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপি প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গুড নেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির ম্যানেজার মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গুডনেইবারস ঘাটাইল সিডিপির সিনিয়র অফিসার প্রোগ্রাম অফিসার বিপ্লব কুমার,মেডিক্যাল অফিসার ডা.শুভ বসাক,আইজি অফিসার মাহমুদুল হাসান,গুডনেইবারস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন সহ সংস্থার সকল কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ। পরে শিশুদের মাঝে মাক্স বিতরণ করা হয়।